মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জনাব মাওলানা আনিছুর রহমান কাসেমী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুফতি আনিসুর রহমান কাসেমী এই সিদ্ধান্ত গ্রহণ করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জানান, দলীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।