ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
স্বেচ্ছায় করবো রক্তদান, সেই রক্তে বাঁচবে অন্যের প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার আয়োজনে পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় শ্রীমঙ্গল রিজিক পার্টি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রচার সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এবং চেয়ারম্যান আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার উপদেষ্টা ডা. মোঃ নাজেম আল কোরেশী রাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছায় রক্তদান সংস্থার উপদেষ্টা মোঃ ময়নুল ইসলাম (সানি), শ্রীমঙ্গল স্ট্যান্ডার্স ব্যাংকের ম্যানেজার মুনিরুল ইসলাম, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম। পরিচিতি সভা শেষে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের গলায় কার্ড পরিয়ে দেন অতিথিরা।
স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রনি, ভাইস চেয়ারম্যান সুদীপ দাস রিংকু, ঝলক দত্ত, মোঃ ইব্রাহিম হোসেন রিপন, মহাসচিব অর্জুন ঘোষ, যুগ্ম মহাসচিব মোঃ মালেক, জাকির হোসেন, মোঃ আল আমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক গোপাল দেবনাথ, মো: রবি উদ্দিন, মো: আলমগীর হোসেন সরদার, অর্থ সম্পাদক মো: দুলা মিয়া, দপ্তর সম্পাদক তাওফিক আহমেদ পার্থিব, প্রচার সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক মো: কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সাংস্কৃতিক সম্পাদক বিজন ঘোষ, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো:ইকবাল হোসেন, চুনু মিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক স্বর্না বেগম, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম প্রমুখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।