মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লিচুবাগান পূর্বপাড়া এলাকা থেকে ইয়াবা, হেরোইন, ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার (আইস সাদৃশ্য) মাদক ও গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাব জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লিচুবাগান পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নিহাল বাবুকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী নিহাল বাবু এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা, হেরোইন ০২ পুড়িয়া, ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার (আইস সাদৃশ্য) মাদক ০১ পুড়িয়া, গাঁজা ০১ পুড়িয়া এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি নিহাল বাবু চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে তার পুরো নাম ১। মো: নিহাল বাবু (১৯), পিতা- মো: শাহাজালাল মিঠু, সাং- কলাবাগান, থানা- মাহাদেবপুর, জেলা-নওগাঁ।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।