মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
২৪ জানুয়ারী দুপুর শনিবার দুপুর ২ টায় সিরাজগঞ্জ শহরের ইসলামীয়া কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মানবতার ফেরিওয়ালা ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি, সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি মাওলানা আঃ হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ মাওলানা আঃ সামাদ।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহঃ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম,জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওঃ আঃ সালাম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট ছাইদুল ইসলাম,
প্রধান অতিথি ডাঃ মোঃ শফিকুর রহমান তার বক্তব্যে বলেন ২৬ এর নির্বাচন হবে মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন । এবারের নির্বাচন হবে নারীর অধিকার প্রতিষ্ঠার নির্বাচন, ইনসাফভিত্তিক দেশ দেশ প্রতিষ্ঠা করে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা। যমুনার আধুনিক তীর নির্মাণ, আধুনিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ, তাত শিল্প কে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। ইনশাআল্লাহ। তিনি সিরাজগঞ্জ জেলা ৬ টি আসনে র ৬ জন প্রার্থীর হাতে প্রতিক তুলে দেন। অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম, অধ্যক্ষ আলী আলম ও অধ্যাপক জাহিদুল ইসলামে মাওঃ রফিকুল ইসলাম খান এর হাতে দাড়িপাল্লা প্রতিক তুলে দেন ও মুফতী আঃ রউফ এর হাতে রিকশা, সাঈদ মাহফুজ এর হাতে শাপলা কলি প্রতিক তুলে দেন। লক্ষ্ জনতার এই জনসমুদ্রে আপামর সকল শ্রেণী পেশার মানুষ যোগদান করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।