ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি থেকে ‘সড়ক যোদ্ধা’ হিসেবে নির্বাচিত হওয়ায় আমজাদ হোসেন রনিকে সম্মাননা স্মারক প্রদান করেছে নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল নিরাপদ সড়ক চাই-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে নিসচার সদস্য ইয়াসিন আহমদ শরিফ ব্যক্তিগত উদ্যোগে আমজাদ হোসেন রনিকে আরও একটি সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া নিসচার সাবেক প্রচার সম্পাদক ও প্রবাসী মোঃ সুমন মিয়া-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সাংস্কৃতিক সম্পাদক ইনাম উল্ল্যা খান, সাবেক প্রচার সম্পাদক সুমন মিয়া এবং সদস্য ইয়াসিন আহমদ শরিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আশীষ রবিদাশ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, সদস্য সাইফুল ইসলাম, মোঃ আবুল কাশেম, স্বর্ণা বেগম, শফিকুর রহমান, শাহীন মিয়া, আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক আন্দোলনে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কেন্দ্রীয় কমিটির এই স্বীকৃতি তাঁর কাজের যথার্থ মূল্যায়ন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্ত আমজাদ হোসেন রনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে তিনি আগামীতেও আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।