মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে মোঃ বদরুল ইসলাম এর বার্তা: সহপাঠী সায়মার জন্য আর্তনাদ
"বাবা নেই, বড় ভাইও নেই। টিউশনি করে যে মেয়েটি পুরো পরিবারের মুখে অন্ন তুলে দিত, আজ সে নিজেই মৃত্যুশয্যায়।"
আমাদের সহপাঠী সায়মা আবারও এক ভয়াবহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত অপারেশনের পর আমরা ভেবেছিলাম সে সুস্থ হয়ে ফিরবে। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর! অপারেশনের জায়গায় নতুন করে রক্ত জমাট বেঁধেছে (Blood Clot)।
বর্তমানে সায়মার অবস্থা আগের চেয়েও সংকটাপন্ন। সে এখন: মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছে। টানা ২-৩ দিন অচেতন অবস্থায় থাকছে।
শ্বাসকষ্ট এতই তীব্র যে মনে হয় এই বুঝি শেষ নিশ্বাস। ঠিকমতো কথাও বলতে পারছে না।
সংযুক্ত মেডিকেল রিপোর্টে (চিহ্নিত অংশ) স্পষ্ট দেখা যাচ্ছে, অপারেশনের সময় লাগানো রগটির ঠিক মাঝখানে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের মতে, অবিলম্বে (Emergency) দ্বিতীয়বার অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
এই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ২ লক্ষ টাকা। এছাড়া ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ তো আছেই। সায়মার পরিবারের উপার্জন করার মতো আর কেউ নেই। যে হাত দিয়ে সে পরিবারের দায়িত্ব সামলাতো, সেই হাত আজ সাহায্যের আশায় আমাদের দিকে প্রসারিত।
আপনাদের সামান্য দানে বাঁচতে পারে একটি প্রাণ আপনার দেওয়া ১০, ২০ বা ১০০ টাকা হয়তো আপনার কাছে সামান্য, কিন্তু সায়মার কাছে তা নতুন জীবনের আশা। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে সায়মাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ (Bkash): 01312054412 (সায়মা)
ডাচ-বাংলা ব্যাংক (DBBL):
হিসাব নাম: Mst Nazma Begum (সায়মার মা)
হিসাব নম্বর: 7017327538398
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"
আপনার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান এবং পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো দয়াবান মানুষের কাছে পৌঁছে দেবে এই আর্তনাদ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।