রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া বাজার এলাকায় পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মালিকানাধীন জমিতে অবৈধভাবে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগসহ আদালতে মামলা দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. সাইফুল ইসলাম ২০০৫ সালে ধানগড়া বাজার এলাকায় তিন শতাংশ জমি ক্রয় করেন। তার জমির সামনের অংশ সরকারি খাস জমি (১ নম্বর খতিয়ানভুক্ত) হওয়ায় দীর্ঘদিন ধরে ওই অংশটি খালি রয়েছে। তবে জমির পূর্ব পাশের মালিক মো. মোজাফফর হোসেন ওই এলাকায় ঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, সামনে খালি জায়গা থাকার সুযোগে তিনি মাঝেমধ্যে সাইফুল ইসলামের জমি দখলের চেষ্টা করছেন। এবং সরকারি খাসজমি নিজের বলে দাবি করেন।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, ২০১৫ সালে মো. মোজাফফর হোসেন জোরপূর্বক তার জমিতে ঘর উত্তোলন করলে তিনি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। সে সময় সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অভিযুক্তকে জরিমানা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি কিছু দিন ধরে আবারও একইভাবে সাইফুল ইসলামের ক্রয়কৃত জমির ওপর ঘর উত্তোলনের চেষ্টা চলছে।
এ বিষয়ে মো. সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়ে তার ক্রয়কৃত জমির সামনে থেকে অবৈধ দখলদার অপসারণ এবং ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস জমিকে দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে অভিযুক্ত মো. মোজাফফর হোসেনের নিকট জানতে চাইলে বলেন,
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।