মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় ৩ নং বিতারা ইউনিয়নের রফেজা বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম রফেজা বেগম (৬০)। তিনি কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের চানপাড়া গ্রামের বাসিন্দা। নিখোঁজ রফেজা বেগম পিতার নাম মৃত হানিফ মিয়া এবং মাতার নাম ছলেমা বিবি।
জিডি সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ ইং দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রফেজা বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রফেজা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রফেজা বেগমের শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, ওজন প্রায় ৪০ কেজি, মাথায় চুল ঝট রয়েছে।
নিখোঁজের সময় তার পরনের পোশাক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় নিখোঁজের রফেজা বেগমের ভাই জলিল কচুয়া থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর ১৫৬৫।
নিখোঁজ রফেজা বেগম এর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কচুয়া থানা অথবা নিকটস্থ পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্য ভাই জলিল। পরিবারের সাথে যোগাযোগ করার জন্য ০১৭১০-২২৪৭২২
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।