মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নে ব্যাপক আকারে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চাঁদপুর কচুয়া-১ আসনের ১০ দলীয় জোটের সংসদীয় এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণ, ভোটার, মুরব্বি ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের কর্মসূচি তুলে ধরেন।
মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামের নেতাকর্মী, ১০ দলীয় জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।