মণিরামপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অপরাধে বিভিন্ন ধারায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে যশোর-৫ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেছে বলে জানা গেছে।
তথ্যমতে,বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশপথে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) ভঙ্গের অপরাধে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ও গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে একই ধারায় ধানের শীষ, হাতপাখা এবং লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পরিচালিত ৩টি পৃথক মোবাইল কোর্টে মোট ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ টিম।
এছাড়া একই দিনে শ্যামকুড ইউনিয়নের চিনেটোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারে আচরণ বিধিমালা ২০২৫-এর ১৩(গ) ভঙ্গের অপরাধে ধানের শীষের প্রার্থীর প্রতিনিধিকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ ৫টি অভিযান পরিচালনা করেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও যশোর জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মণিরামপুর থানা এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।