সুনামগঞ্জ প্রতিনিধি:এস ডব্লিউ সাগর তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আজিজুল হক দোয়ারাবাজার উপজেলাকে ছাতকের মতো একটি শিল্পসমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার দিনভর দোয়ারাবাজার উপজেলার কাটাখালী, আমবাড়ী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনপদে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।
লিফলেটে তাঁর নির্বাচনী প্রতীক ‘আম’-এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব নিরসন, শিল্পকারখানা স্থাপন এবং অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
এ সময় আজিজুল হক বলেন, “আমার লক্ষ্য দোয়ারাবাজারের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এই এলাকার সন্তান হিসেবে মানুষের অধিকার ও ন্যায্য পাওনা আদায়ে কাজ করতে চাই। ভোটাররা যদি আম প্রতীকে ভোট দেন, ইনশাআল্লাহ দোয়ারাবাজার বদলে যাবে।”
গণসংযোগকালে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, প্রার্থী নিজে এসে কথা বলায় তারা আশাবাদী হয়েছেন এবং তাঁর উন্নয়ন পরিকল্পনা গুরুত্বসহকারে বিবেচনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি গণসংযোগ ও সক্রিয় উপস্থিতি আজিজুল হকের নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-৫ আসনে অন্যান্য প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। ফলে দোয়ারাবাজারজুড়ে দিন দিন বাড়ছে রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।