মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) : ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে মৃত্যু বরন করেন মেধাবী শিক্ষার্থী আল ইমতেহান হোসাইন আশিক।
দুলার হাট আদর্শ কলেজের ২০২৪ ব্যাচের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আশিক অসুস্থ্য হয়ে ঢাকা পিজিহাসপাতালে ভর্তি হন, অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালের ICU তে রেফার করা হয়, সেখানে আজ ভোর ৫টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানাজায়, মরহুমের প্রথম জানাজা আগামীকাল সকাল ৮টায় তার দাদার বাড়ি মনু হাজী বাড়ি আহাম্মদপুর ৯নং ওয়ার্ডে ও দ্বিতীয় জানাজা ও দাপন দুলার হাট নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রহিয়াছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।