লোকমান মাহমুদ (কমলগঞ্জ, মৌলভীবাজার):
উৎসবমুখর পরিবেশ ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫২ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) পুনর্মিলনী এবং দীর্ঘ ৩৬ বছরের সফল সুপার মাওলানা সামছুল হক সাহেব এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অর্ধশতাব্দীর পথচলা উদযাপন করতে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিনের পুরনো সহপাঠী আর শিক্ষকদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দিনভর স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাদ্রাসার প্রাণপুরুষ, দীর্ঘ ৩৬ বছর ধরে প্রতিষ্ঠানটিকে আগলে রাখা সুপার মাওলানা সামছুল হক মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা। তার সুযোগ্য নেতৃত্বে মাদ্রাসাটি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্তে, দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় ধরে মাদ্রাসার শিক্ষা বিস্তার ও অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সুপারকে পরিচালনা পর্ষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। খুদে ও কিশোর শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া হৃদস্পর্শী হামদ-নাআত উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। এছাড়াও আলোচনা পর্বে মাদ্রাসার সোনালী অতীত এবং ৫২ বছরের গৌরবোজ্জ্বল পথচলা নিয়ে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষার্থীরা।
মাওলানা সামছুল হক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, '৩৬ বছরের কর্মজীবন শেষে আজ আমার প্রাপ্তির খাতাটি ভালোবাসায় পূর্ণ। আপনারা আমাকে যা দিয়েছেন, তা কোনো পার্থিব সম্মানের চেয়েও অনেক বড়। নাজির হাসান মাদ্রাসা আমার ঘর, আমার স্বপ্ন। আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও আমার মন পড়ে থাকবে এই প্রাঙ্গণেই। আমি যেখানেই থাকি না কেন, এই প্রতিষ্ঠানের প্রতিটি সাফল্য আমাকে আনন্দিত করবে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে দ্বীনের এক উজ্জ্বল মিনার হিসেবে কবুল করেন।'

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ আব্বাছ আলীর সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিরা মাওলানা সামছুল হকের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সকল সদস্য, বিপুল সংখ্যক অভিভাবক এবং কয়েক প্রজন্মের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী সুপারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তার শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে তার আদর্শ মাদ্রাসার ভবিষ্যৎ পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।