এডি পিনব(নিউজ ডেস্ক):- সিলেটের কানাইঘাটের পৌরসভায় বন্ধুর হাতে বন্ধু খুন, নিহতের পরিচয় আব্দুল মুমিন (২৮)তিনি ধনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে।জানা যায় মুমিন ও রাজু তারা বন্ধু মুমিন একটি খাদ্য পন্য কোম্পানিতে চাকরি করেন এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ব্যবসায়ী। তারা দুজনি ছাত্রদলের সাথে সম্পৃত গত কয়েকদিন ধরে তাঁদের কথা কাটাকাটি করতে দেখা যায় তারি জের ধরে আজ বিকেল স্থানীয় সময় ০৪ টার দিলে পৌরসদরের আল-আমিনের ফার্মেসির সামনে রাজু মুমিনকে ক্ষুর দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যান। মুমিনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য মুমিনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক (রাজুকে) ধরতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।