ইমরান বিন সুলতান (স্টাফ রিপোর্টার) গত ১৬ই নভেম্বর ২০২৪, ময়মনসিংহের গফরগাঁওয়ে মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছিল তারুণ্য সমাবেশের উদ্যোগে সিরাত কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনে গফরগাঁও থানা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত প্রতিযোগিতায় জামিয়া নুরুল উলুম গফরগাঁও-এর ছাত্র মোহাম্মদ তারেক আহমেদ প্রথম স্থান অধিকার করেন। বিজয়ী হিসেবে তিনি একটি ল্যাপটপ পুরস্কার লাভ করেন। পুরস্কার গ্রহণের পর জামিয়ায় ফিরে আসলে তাকে শুভেচ্ছা জানান জামিয়ার শাইখুল হাদিস ও নাজিমে তা'লীমাত (শিক্ষা সচিব) মুফতি মাহমুদ হাসান সাহেব (হাফিজাহুল্লাহ)। তিনি তারেক আহমেদকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে বলেন, “তুমি জামিয়ার গর্ব। তোমার মতো শিক্ষার্থীদের নিয়ে আমরা আগামী প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখি।”
মুফতি মাহমুদ হাসান সাহেব আরও বলেন, “তারুণ্য সমাবেশের এ ধরনের আয়োজন গফরগাঁওয়ের জন্য একটি অনন্য উদ্যোগ। এমন সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শীর্ষ আলেম, কবি, লেখক ও গবেষক মুসা আল হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইউসুফ বিন মুনির, মুফতি ইমরান হোসেন আজাদ, মুফতি ফারহান ফরিদ, মুফতি রায়হান হোসাইন, মাওলানা তাসরিফ মাহমুদ, সহ স্থানীয় স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক, ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য তারুণ্য সমাবেশকে সবাই ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণ প্রজন্মকে নৈতিকতা, শিক্ষা এবং ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।