ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক শিক্ষক নিয়োগের চাহিদা সংশোধনের (এডিট) অপশন চালু করা হয়েছে। আজ বুধবার ২০/১১/২০২৪ ইং তারিখ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটআরসিএ) এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহসান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের চাহিদা প্রদানে ভুল করে থাকেন, তবে ঐ প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট (সংশোধন) অপশন চালু করা হয়েছে। উক্ত এডিট অপশনে প্রবেশ করে আগামী ২১/১১/২০২৪ ইং তারিখ থেকে ২৭/১১/২০২৪ ইং তারিখের মধ্যে অনলাইনে চাহিদা সংশোধন করা যাবে।
যে সকল প্রতিষ্ঠান ইতোপূর্বে ই-রেজিষ্ট্রেশন হালনাগাদ করতে পারেননি শুধু ঐ সকল প্রতিষ্ঠান আগামী ২৮/১১/২০২৪ ইং তারিখ থেকে ০৪/১২/২০২৪ ইং তারিখ পর্যন্ত ই-রেজিষ্ট্রেশন হালনাগাদ করতে পারবেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে এমপিওভূক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা এবং তিন বছরের বছরভিত্তিক শূন্য পদের তথ্য প্রদানের সময়সীমা ছিল ১৭ নভেম্বর ২০২৪।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।