ডেস্ক রিপোর্ট: কুলাউড়ার কালাপাহাড় সিলেট বিভাগ তথা দেশের এ অঞ্চলের সর্বোচ্চ পাহাড়চূড়া। উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ট থেকে ১১০০ ফুট। ২০১৫ সালে একদল ভ্রমণপিয়াসী অভিযাত্রী বিডি এক্সপেন্টারার এই চূড়াটি খুঁজে পায় এবং গারমিন চালিত জিপিএস দিয়ে এর সর্বোচ্চ বিন্দু ১, ০৯৮ ফুট (সমুদ্র স্তর থেকে) পরিমাপ করে। এর এক পাশে কুলাউড়া উপজেলা, অন্য পাশে জুড়ী উপজেলা ও ভারত সীমান্ত।
[caption id="attachment_2161" align="aligncenter" width="225"] ছবি: বেগুন ছড়া প্রেসিডেন্টিয়াল চার্ট[/caption]
আশপাশে বেশ ক’টি খাসিয়া পুঞ্জি রয়েছে। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে পান চাষ। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন এক্সট্রিম এডভেঞ্চারাস ট্রেকিং ট্রেইলের ট্রিপ দেয়ার জন্য।
[caption id="attachment_2162" align="aligncenter" width="300"] ছবি: ট্রাভেলার অব সিলেট (TOS) টিম[/caption]
গত ১৫ নভেম্বর ট্রাভেলার অব সিলেট (TOS) টিম নিয়ে কালাপাহাড় ট্রেকিং ট্রেইল ট্রিপে যায় এবং সফলভাবে কালাপাহাড় জয় করে অভিযান সম্পূর্ণ করে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।