ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): দেশের এগার সরকারি কলেজে অধ্যক্ষ পদে রদবদল করা হয়েছে। আজ ২১/১২/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
বগুড়ার সোনাতলার সরকারি নাজির আখতার কলেজের উপাধ্যক্ষ আবু তালহা মোহা: মনিরুল ইসলাম কে একই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নাগেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ (সংযুক্ত) কে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক এবিএম সাইফুর রহমান কে ফরিদপুরের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল ওহাব কে বগুড়ার সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: আনিসুর রহমান কে একই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
রসায়ন বিজ্ঞানের অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন কে চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শওকত ইকবাল ফারুকী কে নোয়াখালীর পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
ইসলামি শিক্ষা বিষয়ের অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন মোল্লা কে যশোরের সরকারি সিটি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: মুনির আহাম্মদ কে একই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এ আদেশ ৩১/১২/২০২৪ ইং তারিখ থেকে কার্যকর হবে।
ঢাকার ইডেন মহিলা কলেজের ভূগোল বিষয়ের অধ্যাপক কোর আয়েশা বেগম কে গভ: কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স এর অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ মোসাম্মৎ জিন্নাতুন নাহার কে একই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
বর্ণিত কর্মকর্তাগণকে আগামী ২৬/১১/২০২৪ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। তাছাড়া, বর্ণিত কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইন পূর্বক অবমুক্ত ও যোগদান সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।