ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর তিন পদে রদবদল করা হয়েছে। এ পদগুলো হলো: উপ-কলেজ পরিদর্শক, উপ বিদ্যালয় পরিদর্শক এবং উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা)। পদসমূহে দায়িত্বরত কর্মকর্তাদের প্রেষণ প্রত্যাহার করে তাদেরকে অন্যত্র বদলী করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।#
কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর উপ-বিদ্যালয় পরিদর্শক পদে প্রেষণে পদায়ন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: গোলাম মহিউদ্দিন কে একই বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক পদে প্রেষণে পদায়ন করা হয়। তাছাড়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) পদে প্রেষণে পদায়ন করা হয়।
বর্ণিত কর্মকর্তাগণকে আগামী ২৬/১১/২০২৪ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। তাছাড়া, বর্ণিত কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইন পূর্বক অবমুক্ত ও যোগদান সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।