জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষক এবং জুলাই হামলার তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মো. মনিরুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। আজ সকালে অধ্যাপক মনিরুজ্জামান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একটি নম্বর থেকে অধ্যাপক মো. মনিরুজ্জামানকে মিসকল দেওয়া হয়। পরে তিনি ওই নম্বরে ফোন দিলে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪-এর ঘটনার তদন্ত কমিটির প্রধান হওয়ার কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ বিভিন্ন হমকিধমকি প্রদান করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।