মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, সকালে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কের পাশে থাকা নিমার্ণাধীন নিউ ফ্যাশন কারখানার সামনে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশুসহ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন সূত্রে জানা গেছে বিগত ৪০ বছরের ধরে তাদের পারিবারিক লাশ দাফনের একমাত্র কবরস্থানটি দখল করে নেয় কারখানা কর্তৃপক্ষ।
সেখানে নির্মাণাধীন একটি ভবনের কাজ চলছে। এ বিষয়ে মৌচাক সেনাবাহিনী ক্যাম্প, জেলা প্রশাসক ও কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগি পরিবার।
এতেও কারখানার কর্তৃপক্ষ কবরস্থানের ওপর নির্মাণাধীন ভবনের কাজ করে যাচ্ছে। নিরুপায় হয়ে আজ সকালে পারিবারিক কবরস্থান রক্ষার দাবিতে এ মানববন্ধন করেন।
ওই সময় নিউ ফ্যাশন কারখানার জেনারেল ম্যানেজার সৈয়দ আবু জাফর,
স্বাধীন সূর্যোদয় (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধিকে বলেন আমরা কবরস্থানের কোনো জমি দখল করিনি। পূর্বে এই জমির যারা মালিক ছিলেন তাদের কাছ থেকে আমরা জমি ক্রয় করেছি। এখানে কবরস্থান ছিল কিনা আমরা জানি না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মাসুদ রানা, আম্বিয়া, আশিকুল ইসলাম, সোহনা বেগমসহ প্রমূখ। আবার লাশ দাফনের সুযোগ করে দেওয়াসহ বাবা-মার ও পরিবারের কবরস্থানটি ফিরে পাবে এমনটি আশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।
কারখানার মালিকপক্ষ কবরস্থানের অস্তিত্ব অস্বীকার করে তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করছেন। তারা কবরস্থান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, কারখানার কর্তৃপক্ষ জানায়, জমিটি তাদের বৈধভাবে ক্রয় করা এবং সেখানে কোনো কবরস্থান নেই। তারা আইন মেনে ভবন নির্মাণ করছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী কবরস্থান রক্ষার দাবিতে সেনাবাহিনী ক্যাম্প ও কালিয়াকৈর থানা এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। কালিয়াকৈর থানায় এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান আমরা এই বিষয়ে অবগত হয়েছি সঠিক তদর্ন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।