এম এ বাতেন (জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের ভৈরবে র্যাব ১৪ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্র আন্দোলনে মামলা হামলায় জনতার উপর হামলার একজনকে আটক করছে ।
২৩ নভেম্বর শনিবার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সাইফুল ইসলাম আক্তার (৪০) ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকার মৃত আজিজুল হক ফালু মিয়া পুএ।
র্যাব-১৪ (সিপিসি-২) ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, পিপিএম জানায় গত ১৯ জুলাই ভৈরব এলাকার কমলপুর এলাকায় হামলা করে গত ৭ সেটেম্বর মামুন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ ব্যার-১৪( সিপিসি -২) ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।