মাহমুদুল হাসান রাজিন (অনলাইন রিপোর্টার) প্রথম আলো, ডেইলি স্টার কর্তৃক বিগত ১৬ বছর যাবত জঙ্গি নাটক সাজানো এবং ভারতীয় আধিপত্য বিস্তার রুখে দেওয়ার প্রতিবাদ স্বরুপ, রাজধানী ঢাকার কাওরান বাজারে ২১শে নভেম্বর 'বাংলাদেশের জনগন' ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন শুরু করে। তারই ধারাবাহিকতায় ২৪ তারিখ প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফতের জন্য গরু রান্না করে সকলে মিলে সকলে মিলে শান্তিপূর্ণভাবে খাবারের আয়োজন করলে দিনের বেলায় পুলিশ বাঁধা দেয়। সন্ধ্যার পরে পুলিশ জনগণের উপর একচেটিয়া নির্বিচারে লাঠি চার্জ করে এবং দুইজনকে গ্রেফতার করে।
তার প্রতিবাদ স্বরুপ বন্দর নগরী চট্টগ্রামের জনসাধারণ তাৎক্ষণিক কর্মসূচি হিসেবে নগরীর দুই নাম্বার গেইট থেকে প্রবর্তক মোড়ের দিকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাত্রা করেন। লক্ষ্য ছিলো প্রথম আলোর কার্যলয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা। পাঁচলাইশ থানার ওসি জনগণকে এই শান্তিপূর্ণ মিছিলকে শান্তিপূর্ণ রাখতে সহযোগীতা করেন।
ঘটনার বর্ণনায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, রাত ৮টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরীর ২ নম্বর গেট এলাকা অংশ থেকে মিছিল করে প্রবর্তক মোড় জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে দেশের আরেক জাতীয় সংবাদ মাধ্যম 'Independent24' 'চট্টগ্রামে প্রথম আলোর কার্যলয়ে হামলার চেষ্টা' হেডলাইনে নিউজ প্রচার করেন। সংবাদ বর্ণনার এক পর্যায়ে সংবাদমাধ্যমটি ওসি সাহেবের বক্তব্যের অংশবিশেষকে ভিন্নভাবে উপস্থাপন করে লিখেন, "খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ফলে মিছিলকারীদের হাত থেকে রেহাই পায় প্রথম আলো কার্যালয়।"
জনগণের শান্তিপূর্ণ মিছিলকে ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের জাতীয় সংবাদ মাধ্যমের এমন একপাক্ষিক নিউজ নিয়ে অনেকে আশংকা প্রকাশ করেছেন এবং তারা প্রথম আলো, ডেইলি স্টারের পাশাপাশি ফেসবুকের মতো স্যোশাল মিডিয়াগুলোতে #boycottindependent24 হ্যাশট্যাগও ব্যবহার করছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।