সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার ): ক্ষমতার জেরে জোরপূর্বক সরকারী রাস্তা কর্তন । ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের অতুলি গ্রামে, গতকাল ভোররাতে সরকারি রাস্তা কেটে ধ্বংস করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল, প্রতিপক্ষ রাস্তা দিয়ে হাঁটাচলা করায় হিংসাত্মক মনোভাবের কারণে দুষ্কৃতকারীদের জমির উপর দিয়ে তৈরি সরকারী রাস্তা কেটে ফেলে, স্থানীয় সূত্রে জানা যায় -উতুলী গ্রামের লাভলু হালদার বাবুল হাওলাদার ফরহাদ হালদার আসান হাওলাদার জলিল হাওলাদার গং গতকাল ভোররাতে তাদের দলবল নিয়ে সরকারি রাস্তা কেটে ফেলে, এলাকাবাসী বাধা দিতে আসলে তাদের মেরে ফেলার হুমকি দেয়, বিষয়টি ইউপি চেয়ারম্যান কে ও তোশিলদার কে জানানো হয়েছে, এলাকাবাসী বলেন দীর্ঘদিনের সরকারী রাস্তা কর্তন করায় আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।