মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি) :
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ
মৌচাক ফাড়ির পুলিশ ও নৌ-পুলিশের খামখেয়ালীর পরে উদ্ধার করে নৌ-পুলিশ।
সোমবার ২৫ নভেম্বর সকালে উপজেলার গলাচিপা এলাকায় নদীর পাড় ঘেঁষে যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এদিকে ঘটনার পর পুলিশকে জানানো হলেও, পুলিশের পৌঁছানোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধারের জন্য নৌ-পুলিশকে জানানো হয়েছে। তারা দ্রুত মরদেহটি উদ্ধার করবে।
পুলিশের ও নৌ-পুলিশের খামখেয়ালীর ১০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক ফাঁড়ি পুলিশ ও টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির খামখেয়ালীর শেষে ১০ ঘণ্টা পর গতকাল সোমবার বিকেলে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
এভাবে ঘণ্টার পর ঘণ্টা নদীতে লাশ ভাসমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহতের নাম দুদু মিয়া (৩৫)। তিনি গাইবান্ধার সদর থানার মৌজা: মালিবাড়ি গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন।
এলাকাবাসী, টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি ও মৌচাক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, তুরাগ নদীর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় গতকাল সোমবার সকাল ৭টায় এক যুবকের ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা কালিয়াকৈর থানায় জানালেও মৌচাক ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধারে কনতে না শিকার করে।
তারা জানায়, এ লাশ উদ্ধার করবে নৌ-পুলিশ। এরপর বিষয়টি টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়। তারাও প্রথমে উদ্ধার কাজে অনীহা দেখায়। এভাবে ওই দুই ফাঁড়ির পুলিশের খামখেয়ালী করায় ঘণ্টার পর ঘণ্টা নদীতে লাশ ভাসতে থাকে। খবর পেয়ে গাজীপুর পিবিআই পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করেন। পরে বিকেল ৫টায় নদী থেকে ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে তার লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
নিহতের চাচাতো ভাই রেজাউল বলেন, আমার চাচাতো ভাই দুদু কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। গত শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার কালিয়াকৈর থানায় জিডি করে। নিখোঁজের তিন দিন পর নদীতে ভাসমান অবস্থায় ভাইয়ের লাশ পাওয়া গেল।
মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘নদীতে থাকা লাশ উদ্ধার করা আমাদের দায়িত্ব নয়। তাই নৌ-পুলিশকে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।