দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঠিক পরিকল্পনার জন্য চলতি বছরের নভেম্বরের মধ্যে অর্থনৈতিক শুমারি-২০২৪ চুড়ান্ত করা হচ্ছে। শুমারির কার্যক্রম সফলভাবে শেষ করতে ব্যবসায়ী সাংবাদিক সুধীজন , ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও কর্মশালার আয়োজন করা হয়।
কয়রা উপজেলা ইউএনও অফিস রুমে আয়োজিত মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা এ তথ্য জানান। কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা উপজেলার সদস্য সচিব ও শুমারী সমন্বয়ক মোঃ আবুল হাসান শেখ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আসাদুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, কয়রা ব্লাড ব্যাংক - কয়রা ফুড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, কয়রা যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ সহ বিভিন্ন সুধীজন।
উপজেলা গণশুমারি সদস্য সচিব ও শুমারী সমন্বয়ক মোঃ আবুল হাসান শেখ বলেন, শুমারী কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ব্যবসায়ী, সংগঠনগুলো ও ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সহযোগিতা ছাড়া শুমারি সম্পন্ন করা সম্ভব হবে না। তারা শুমারির প্রক্রিয়া এবং এর গুরুত্ব সম্পর্কে জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে। প্রসঙ্গত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে বিভিন্ন ধরনের শুমারি পরিচালনা করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জনশুমারি, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।