মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় সর্বস্তরের শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মিছিলটি লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা মুফতি আলী আজগর, আবদুল্লাহ আল মামুন, ইসমাইল, নাহিদ, রাহাত আতিকুর রহমান, প্রমূখ। সভায় বক্তারা ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলামের হত্যার বিচার দাবী করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।