মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলার চরফ্যাশন উপজেলার আছলাম পুর, ওমর পুর ইউনিয়ন ও কালিয়া কান্দিতে শিমের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বিগত বছরের তুলনায় শিমের বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক। এ সব শিম চরফ্যাশন বাজার ছাড়িয়ে ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলাগুলোতে। এতে একদিকে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে।
শিম চাষীরা জানান মাটিও আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে দ্বীপ জেলা ভোলায় শিমের ভালো ফলন হয়েছে, তাই কৃষকের বিস্তীর্ন ফসলের ক্ষেতে শিমের সমারোহ।
শিম চাষী মোঃ জামাল উদ্দিন জানান গত বছর এ সময় কেজিপ্রতি শিম বিক্রি হয়েছে ৬০/৬৫ টাকা কিন্তু এ মৌসুমের শুরুতেই দাম ১০০/১২০ টাকা, তাই অনেকেই বেশি খুশী। উৎপাদন খরচ পুষিয়ে বেশি দামে শিম বিক্রি করতে পেয়ে খুশি তারা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।