মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন মিয়াজানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের সামাদ মাতাব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।মৃতরা হচ্ছে- মিয়াজানপুর গ্রামের মোঃ স্বপনের ছেলে জুনাইদ (১০) এবং মোঃ হারুনের ছেলে আরাফাত (৯) তারা সম্পর্কে খালাতো ভাই। মিয়াজানপুর দারুদ তাকুয়া কওমি মাদ্রাসার ছাত্র ছিল। তারা নানা বাড়িতে থেকে পড়াশোনা করত।
স্বজনরা জানান, বুধবার দুপুরে কাউকে না বলে দুই খালাতো ভাই এক সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এ সময় স্বজনরা তাদের দেখতে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে জুনাইদকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। ততক্ষণেও খবর ছিল না আরাফাতের। জুনাইদকে উদ্ধারের ৩০ মিনিট পর আরাফাতকে খুঁজতে থাকেন স্বজনরা। পরবর্তীতে একই পুকুরে তাকেও একইভাবে পাওয়া যায়। চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি বলেন, দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।