মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর পোরশায় নিতপুর কুড়ল বিলে কীটনাশক প্রয়োগ করে ৩ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।মঙ্গলবার(২৬নভেম্বর) দিবাগত রাতে নিতপুর ইউনিয়নে শীতলি এলাকায় ওই বীলে কীটনাশক প্রয়োগ করলে বিলের বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।
নিতপুর পশ্চিম দিয়াড়াপাড়া মৎসজীবী সমবায় সমিতির নামে বিলটি বাংলা ১৪৩০-১৪৩২সনের জন্যে লীজ নেয়া ছিলো বলে জানা যায়। সংশ্লিষ্ট সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, সরকারি মালিকানাধীন বিলটি কয়েক লক্ষ টাকা দিয়ে ৩ বছরের জন্য তারা লীজ নিয়েছিলেন। বিলে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছ ছিলো। দূর্বৃত্তরা বিলের পানিতে কীটনাশক প্রয়োগ করলে মাছগুলি রাতেই মরে পানিতে ভেঁসে ওঠে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শতশত লোকজন মাছ ধরছে দেখতে পান তিনি। মাছ নিধনের ফলে তাদের সমিতির কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তবে ঠিক কি কারণে এমন কর্মকান্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।
সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, 'সংশ্লিষ্ট ইউনিয়ন তহশীলদারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন তিনি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।