(চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা এবার উপ মহাদেশের প্রখ্যাত অলি ও সুফি সাধক হযরত খাজা মইনুদ্দীন চিশতী ( রহঃ) এর পবিত্র মাজার শরীফে তাদের শিব মন্দির থাকার কথা বলে আজমীরের একটি আদালতে গত সেপ্টেম্বর মাসে রিট পিটিশন দায়ের করে। গতকাল ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানান, অভিযোগকারী ব্যক্তিরা আদালতে অভিযোগ করেন যে, সুফি সাধক মইনুদ্দীন চিশতীর দরগায় শিব মন্দির রয়েছে এবং তারা সেখানে পুনরায় পূজা করার জন্য আদালতের অনুমতি চান। রিট পিটিশনারকারীদের আইনজীবী যোগেজ শিবোজা বলেন, দেওয়ানী আদালতের বিচারক মনমোহন চান্দেল এই ব্যাপারে আজমীর দরগাহ কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব বিভাগের নয়াদিল্লির অফিসকে স্ব স্ব জায়গা থেকে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করে। সূত্র ঃ- ঢাকা পোস্ট
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।