মনির হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা আটপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড এর ১৬ তম নির্বাচনে সভাপতি পশ্চিম দুওজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ লোকমান হেকিম তালুকদার (চেয়ার মার্কা) সম্পাদক চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোহাম্মদ মোশারফ হোসেন (দোয়াত কলম মার্কা) পদে বিজয়ী হয়েছেন।
৩০ শে নভেম্বর রোজ শনিবার আটপাড়া ডিগ্রী কলেজে দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা প্রর্যন্ত নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি বাদে বড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোহাম্মদ একদিল মিয়া (বই মার্কা)। সদস্য আটপাড়া ডিগ্রী কলেজ প্রভাষক, মোহাম্মদ ওবায়দুল হাসান (মোরগ মার্কা)। যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মোহাম্মদ মোফাজ্জল হোসেন (হাঁস মার্কা)। নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা, সেবা আক্তার শিল্পী (কলসী মার্কা) পদে বিজয়ী হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মমিন আলী মিয়া বলেন, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর ১৬ তম নির্বাচনে ৬টি পদের বিপরিতে ১১ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন, এরমধ্যে সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সদস্য পদে ৫ জন, করে ১১ জন। এ নির্বাচনে ৫১৩ জন ভোটারের মধ্যে ৪৯১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মমিন আলী মিয়া নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান কমিটির অন্য দু”জন সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, ও আল আমুন, ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ বৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।