মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন(১৪বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি'র বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদবদ্রব্যসহ ৪চোরাকারবারি আটক।
সোমবার(২রা ডিসেম্বর) ৭ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬ বোতল ভারতীয় মদ, ২টি পুরাতন মোটর সাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ডসহ মোট ৪ জন চোরাকারবারীকে আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য- ২,৯৯,০০০/- টাকা।
আটককৃতরা হলেন, মোঃ ফিরোজ হোসেন(৩৮), পিতা-মোঃ আজাহার আলী, গ্রাম-পাটি আমলা। মোঃ মতিয়ার হোসেন(৩৫), পিতা-মোঃ তাজিম উদ্দিন, গ্রাম-চকমুলী। শ্রী পাউলুস হাসদা(২৭), পিতা-মৃত জিল্লু হাসদা, গ্রাম-চক নন্দল। এবং মিঠু হাসদা, পিতা-সরকার হাসদা, গ্রাম-চকনন্দল। আটককৃত সকলের থানা-পত্নীতলা এবং জেলা-নওগাঁ।
আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।