ডেস্ক নিউজ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী গ্রামে বট ও পাকুড় গাছের বিবাহবার্ষিকী উদযাপন একটি ব্যতিক্রমী রীতি। ২০০৬ সালে কমল পাল নামের এক ব্যক্তি ইছামতি নদীর পাড়ে রোপণ করা এই গাছ দুটির বিয়ে দেন। এর পেছনে ছিল এক বিশেষ স্বপ্নের নির্দেশনা—বট-পাকুড়ের বিয়ে না দিলে কমল পালের চার সন্তানের বিয়ে হবে না।
বিয়ের পরই তার সন্তানদের বিবাহে সাফল্য আসে। সেই থেকে প্রতি বছর ১৮ অগ্রহায়ণ দিনটিতে গ্রামবাসীর উদ্যোগে বট-পাকুড়ের বিবাহবার্ষিকী উদযাপন করা হয়। এ বছর ১৯তম বার্ষিকীতে প্রায় পাঁচ হাজার মানুষকে খিচুড়ি-পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে বসেছে চার দিনব্যাপী গ্রামীণ মেলা, যেখানে হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা একসঙ্গে অংশ নেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।