মোঃ মাহবুবুর রহমান সোহেল (স্টাফ রিপোর্টার) গাজীপুর কোনাবাড়ী থানা প্রেসক্লাব এর ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত কমিটির সভাপতি পদে মোঃ সালাহ উদ্দিন আহমেদ (চ্যানেল এস) এবং সাধারণ সম্পাদক এস,এম রবিউল ইসলাম (আজকের বসুন্ধরা)
নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ৪ নভেম্বর সন্ধ্যা ৭ টায় ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিতদের
নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটা সম্মানীয় সদস্যবৃন্দদের কোনাবাড়ী থানার প্রেসক্লাব এর কার্ড পরিধানের মাধ্যম দিয়ে।
নির্বাচিত কমিটির সদস্য হলেন- সহ-সভাপতি মোঃ জামাল আহমেদ ( জনবানী )
যুগ্ম সম্পাদক আ: রাজ্জাক রাজু ( স্বদেশ বিচিত্রা )
সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী ( প্রধান সংবাদ )
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত ( স্বাধীন বাংলা )
কোষাধক্ষ্য জুলফিকার আলী জুয়েল ( আমার প্রানের বাংলাদেশ )
প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ শেখ ( ভোরের আওয়াজ )
দপ্তর সম্পাদক মোঃ মেহরাব হোসেন ( বাংলাদেশ সমাচার )
আইন বিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব হোসেন ফারুক ( অগ্নিশিখা )
মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার তমা ( আজকের বসুন্ধরা )
ক্রীড়া সম্পাদক মোঃ নাসির ( এই বাংলা )
সাংস্কৃতিক সম্পাদক মোঃ আল মুনসুর সরকার ( মুভি বাংলা )
নির্বাহী সদস্যরা হলেন- মোঃ আরমান হোসেন ( রাজধানী টিভি )
আর, কে রেজা ( চ্যানেল এস )
মোঃ নাফিউল ইসলাম, সদস্য মোঃ ইউসুফ আহমেদ তুষার ( দেশ বার্তা )
আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা উপজেলার বিভিন্ন মার্দার প্রেস সদস্য ও গাজীপুর জেলার অনেক গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।