চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ভৈরব রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশের যৌথ অভিযানে চন্দনকে গ্রেপ্তার করা হয়।
চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। মামলার ১ নম্বর আসামি হিসেবে তাকে খুঁজছিল পুলিশ। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।
গত ২৬ নভেম্বর চট্টগ্রামে আদালত ভবনের সামনে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। সংঘর্ষের সময় পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। ঘটনাটি ঘটে রঙ্গম সিনেমা হলের পাশের এলাকায়। সংঘর্ষের চারদিন পর, ৩০ নভেম্বর, নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন ও ভাই খান এ আলম চট্টগ্রাম কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চন্দন দাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।