ভারতের শ্রীভূমি করিমগঞ্জের ‘সনাতনী ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠনের বিক্ষোভকারীরা ভারত হয়ে জকিগঞ্জের বন্দরের আমদানি - রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ বাণিজ্যিক বন্দর দিয়ে বিশেষ করে আদা, কমলা, সাতকরা আমদানি করা হতো। সর্বশেষ তথ্য মতে বিক্ষোভের আগে ভারতের করিমগঞ্জ হয়ে প্রায় সাত টন কমলা আমদানি হয়েছে। উল্লেখ্য এই স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি করে সিংহ ভাগ ব্যবসার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ কাঠামো অটুট থাকতো।
অপরদিকে সিলেটের বিয়ানীবাজার সংলগ্ন শ্যাওলার, সুতারকান্দি বডারে ভারত - বাংলাদেশের যে বালু, পাথর আমদানি - রপ্তানি হতো তাও আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে পরবর্তী এ নিয়ে সমাধান হবে বলে ধারনা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।