মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি)
নতুন চরের পলিতে খাবি খাচ্ছে বিশাল আকৃতির তিমি। মাছ ধরতে আসা এক জেলে হঠাৎ দেখতে পায় আটকে থাকা তিমিটিকে। পরে তিনি স্থানীয় অন্যান্য জেলেদের ডেকে তিমিটিকে টেনে নিয়ে নদীর পানিতে ছেড়ে দেন।আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান,আজ ভোরের দিকে জোয়ারের পানির সঙ্গে বিশাল আকৃতির একটি তিমি হাতিয়ার মূল ভূখণ্ডের কয়েক কিলোমিটার দূরে জেগে ওঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। পরের দুপুরের দিকে একদল জেলে ওই এলাকায় মাছ ধরতে গিয়ে দূর থেকে বড় কিছু একটা আটকা পড়েছে দেখতে পান। পরে জেলেরা তিমির লেজের দিকে ও মাথার দিকে দড়ি বেঁধে টেনে মাছটিকে নদীর পানিতে ছেড়ে দেয়।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান মেঘনার চর আতাউরের পলিতে তিমি মাছ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুরে তিনি বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীতে চলে এসেছে
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।