চার দিনে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চারটি জাহাজে এসেছে ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ এবং টিকে গ্রুপ এই তেল আমদানি করেছে। এর মধ্যে টিকে গ্রুপ এনেছে ২৫ হাজার টন, সিটি গ্রুপ ২০ হাজার টন এবং মেঘনা গ্রুপ এনেছে ৭ হাজার টন।
এই আমদানির ফলে বাজারে সয়াবিন তেলের সাময়িক সংকট কমবে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, শনিবার দুটি জাহাজে আসে ২১ হাজার ৫০০ টন তেল। মঙ্গলবার আরও দুটি জাহাজে আসে ৩০ হাজার ৬০০ টন। এর মধ্যে সানি ভিক্টরি ব্রাজিল থেকে এবং বাকি তিনটি আর্জেন্টিনা থেকে এসেছে।
এই তেল কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে, শুল্ক পরিশোধের পর তা কারখানায় নিয়ে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। পুরো প্রক্রিয়ায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। ব্যবসায়ীরা মনে করছেন, দেশে সয়াবিনের মূল্য সমন্বয়ের কারণে ভবিষ্যতে আমদানি আরও বাড়বে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।