আসিদুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি. অনলাইন রিপোর্টার ) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগরের বালুয়াটি গ্রামে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মো. বেদন মিয়ার গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে। তিনি বালুয়াটি গ্রামের দেওয়ান আলীর ছেলে।
মো. বেদন মিয়া জানান, “দুপুর ১২টার দিকে হঠাৎ গরুর চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, গোয়াল ঘরে আগুন লেগেছে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছয়টি গরু ও একটি ছাগল পুড়ে গেছে। এ ঘটনায় আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তাদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।