মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি): হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে শাহাদাৎ হোসেন (৪২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল নামক স্থানে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রীও আহত হয়।
দুই কন্যা সন্তানের পিতা নিহত শাহাদাৎ ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকালের দিকে নাজিরহাটমুখী একটি পিকাআপ (চট্টমেট্টো থ- ৫১-০৮৪১) উল্লেখিত স্থানে নগরমুখী সিএনজির (চট্টগ্রাম থ- ১২-১৩৯৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় অটোরিকশা চালক শাহাদাৎ। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।
এ ব্যাপারে জানতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে মুঠোফোনে একাধিকবার রিং দিলেও তারা ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন ১জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ১জন নিহত হয়েছেন বলে জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।