সাহিদুল ইসলাম( স্টাফ রিপোর্টার) আগামী ১৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস' এবং ১৬ ডিসেম্বর 'মহান বিজয় দিবস' যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব অসামান্য।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দেশবাসী এমন একটি সময়ে এ দিবসগুলো পালন করতে যাচ্ছে, যখন জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের শাসন থেকে মুক্তি পেয়েছে। দীর্ঘদিনের অন্যায়-অপশাসন, জুলুম, গুম ও খুনের প্রভাব থেকে জনগণ মুক্ত হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশের জনগণ সচেষ্ট।
তিনি আরও উল্লেখ করেন, দেশবিরোধী শক্তি ও তাদের মিত্ররা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের জন্য আলোচনা সভা, র্যালি এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এজন্য তিনি জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।