আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): গত নভেম্বর মাসে এরশাদ উল্লাহকে আহবায়ক ও জননেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পরপরই চট্টগ্রাম মহানগরীর ১৬ টি থানা এবং ৪১টি ওয়ার্ড কমিটি ভেঙে ৮০ থেকে ৯০ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম। চট্টগ্রাম মহানগরীর তৃণমূলের কমিটি গঠনের ঘোষণার পরপরই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের কিছু হাইব্রিড লোকজন কমিটিতে আসার জন্য দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছে। এতে দলের দুর্দিনের ত্যাগী ও মামলায় জর্জরিত কর্মীরা হতাশা এবং ক্ষোভে প্রকাশ করছেন। দলের নির্যাতিত কর্মীরা গণমাধ্যমকে জানান, বিগত ১৬টি বছর যারা ফ্যাসিস্ট সরকারের দালালি করে মামলামুক্ত হয়ে নিরাপদে ব্যবসা - বাণিজ্য করে অর্থবিত্তের মালিক হয়েছেন তারাই এখন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতৃত্বে আসার জন্য তদবির চালাচ্ছেন যাতে আগামীতে দল ক্ষমতায় আসলে চট্টগ্রাম বন্দরসহ চট্টগ্রামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে। দলের সাধারণ কর্মীরাদের আশা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজমুক্ত দলের দুর্দিনের রাজপথের নির্যাতিত কর্মীদের নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান সৎ, যোগ্য, দলের কর্মীদের আস্থাবাজন ও সমাজে গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ব্যক্তিদের নিয়ে ওয়ার্ড এবং থানা কমিটি উপহার দিবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।