মোঃ বেলাল হোসেন (দিনাজপুর প্রতিনিধি) ২১ ডিসেম্বর শনিবার সুইহারীস্থ এনজিও ফোরাম মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় দিনাজপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখীকরণ ও পূর্নবাসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস বলেন, এই প্রকল্প ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এই প্রকল্পের আলোকেই আমরা যা যা করেছি তা আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রকল্প না থাকলেও ঝুঁকিপূর্ণ কর্মজাবী শিশুরা স্কুলমুখী হতে পারবে। এজন্য আমরা ৬টি লার্নিং সেন্টারের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে সচেতন মূলক কার্যক্রম পরিচালনা করছি। তারই অর্জন হিসেবে আগামী ২০২৫ সালে দিনাজপুরে ঝড়ে পড়া ২৪০জন শিশুকে আবারো নতুন ভাবে বিশেষ করে যাদের বয়স ১৪ এর নিচে তাদের স্কুলে ভর্তির সকল ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১৪ বছরের উপরে ঝড়ে পড়া ৫০ জন শিশুদের ইতিমধ্যে প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তাদেরকে সেলাই মেশিন, কারিগরি উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সরকারের ঘোষনা অনুযায়ী ৪৩টি কাজ ঝুঁকিপূর্ণ হিসেবে আমাদের সমাজে রয়েছে। এ থেকে বেড়িয়ে আসতে গণমাধ্যমের কর্মীদের সক্রিয় লেখনী ও সামাজিক দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ইউএনবি দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সালাউদ্দীন আহম্মেদ, জিটিভি দিনাজপুর প্রতিনিধি তনুজা শারমিন, সাপ্তাহিক কৃষি ও আমিষ বার্তা সম্পাদক এবং দৈনিক জবাবদিহি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, বাসস দিনাজপুর জেলা প্রতিনিধি রোস্তম আলী মন্ডল, দৈনিক দিনবদল সংবাদের সম্পাদক রেজাউল করিম ফটো সাংবাদিক নুর ইসলাম ও সাংবাদিক কাশী কুমার দাস।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।