বান্দরবান প্রতিনিধি: লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে লম্বা খোলায় পুলু খালের জায়গা দখল করে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে, লম্বা খোলার নূর আহমদ পিতা মৃত আজিজুল হকের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায় সরই বাজার থেকে কোয়ান্টাম যাওয়ার রাস্তা লাম্বাখোলা ব্রিজের পশ্চিম পাশে পুলু খালের খাস জায়গা দখল করে পিলার দিয়ে মাটি ভরাট করছে নুর আহমদ।খাল দখল করার ব্যাপারে লম্বা খোলার বাসিন্দা বশির মিয়া বলেন গেল কয়েকদিন আগ থেকে নুর আহমদ নদীর জায়গা দখল করে পাকাপিলার দিয়ে বাউন্ডারি দিয়ে মাটি ভরাট করে যাচ্ছে যদি এভাবে দখল করে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করে ,অদূর ভবিষ্যতে খালের স্রোত ভিন্নভাবে প্রবাহিত হলে পুলু খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে পুলু খালের পার্শ্ববর্তী ফসলে জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে বলে অভিযোগ করেন। খাল দখলের বিষয়ে অভিযুক্ত নুর আহমদের মোবাইল ফোনে জানতে চাইলে অভিযুক্ত বলেন আমি খাল দখল করে মাটি ভরাট করছি না খাল দখল করে মাটি ভরাট করছে সরই ইউনিয়নের ৭নাম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফ আলী, এ ব্যাপারে ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে নাম্বারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।