মোঃছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) অদ্য- ২৫ ডিসেম্বর ২০২৪ইং রোজ বুধবার বিকাল:২ ঘটিকায় অনুষ্ঠিত হয়, সাদিমহল সেন্টার, হবিগঞ্জ রোড শ্রীমঙ্গল, উক্ত সেমিনারে, উদ্বোধক, আল্লামা আব্দুন নূর বড় হুজুর দা.বা., শ্রীমঙ্গল, প্রধান আলোচকবৃন্দ, মুসা আল হাফিজ, চেয়ারম্যান ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ, মারজান আহমদ চৌধুরী ফুলতলী পি এইচডি গবেষক এরফোর্ট, বিশ্ববিদ্যালয় জার্মানি, শেখ সাদ আহমদ আমিন বর্ণভী ভাইস প্রিন্সিপাল শেখবাড়ি জামিয়া শ্রীমঙ্গল, শেখ নুরে আলম হামিদী, তিলাওয়াত ও নাশিদ, ক্বারী মোঃ সাইফুল ইসলাম,মোঃ মাহমুদ,মোঃ আব্দুল কাদির, উক্ত আলোচনায়, বক্তব্যে বললেন, মানুষ ইসলামের পথে চলতে হবে। সৎ উপার্জন করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ইসলামের পথে কিভাবে আপনার জীবনকে পরিচালনা করতে হবে, কুরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাসুল (সাঃ) আদর্শ অনুধাবন করতে হবে, সিরাতের এর আলোকে সমাজ গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে (পাঁচশত) মুসল্লী, ক্বারী হাফেজ, ইমাম, বিভিন্ন মাদ্রাসার ছাত্র প্রমুখ,উপস্থিতি ছিলেন।উপস্থিতি সকলের মাঝে,একটি করে, (কলম)নোট প্যাড, বিতরণ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।