মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫ টি গরু ১৩ টি মহিষ উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব গবাদিপশু আটক করা হয়। রাতে ১৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নওগাঁ সীমান্তে বিজিবি নীতপুর, হাপানিয়া এবং করমুডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী ৫ টি বিশেষ অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার ২২৯/৩-এস হতে ২৩১/১০-এস এর নিকট চোরাচালানকৃত ভারতীয় ৫ টি গরু ও ১৩ টি মহিষ উদ্ধার করা হয়। কিন্তু চোরাচালানের সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।
উদ্ধারকৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। ভবিষ্যতেও উক্ত এলাকায় এই ধরণের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে বিজিবি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।