সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি): খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ নিহত এবং অপর আরোহী মো. রাকিব কাজী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সকাল ৭টার দিকে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে এবং আহত রাকিবকে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মো. ফিরোজ বান্দরবান জেলার লামা উপজেলার সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে। আহত মো. রাকিব কাজী গোপালগঞ্জ জেলার চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। তারা মাটিরাঙ্গা যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানিয়েছেন, ফিরোজ ঘটনাস্থলেই মারা গেছেন। রাকিবের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।