মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি): ভোলার চরফ্যাশনে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার জনতা বাজার এলাকা থেকে যৌথবাহিনী এসব শাড়ি কাপড় জব্দ করে। সকালে নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের জনতা বাজার এলাকা থেকে পরিত্যক্ত একটি নসিমন গাড়ি থেকে সাড়ে ৮ বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ শাড়ি জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৩৫ হাজার নয়শো টাকা। পরে এসব শাড়ি চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।