মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি):ভোলায় সাবেক সংসদ সদস্যের নিজ জন্মস্থানে নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আসুন মুখ ফুটে বলতে না পারা মানুষ গুলোর পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সকালে ভোলার সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামে ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠটির প্রতিষ্ঠাতা ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক মোঃআকতার হোসেন,নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আকবর হোসেন,প্রধান অতিথি বক্তব্যে বলেন,নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে। আশা করি আপনারা এই সংগঠনের পাশে সবসময় থাকবেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।